Header Ads

পৃথিবী তোমায় চায়

 

 


বাংলা মায়ের বাঙাল ছেলে

বাংলায় ঘুমালে তুমি

আকাশছোঁয়া কীর্তি তোমার

শ্রদ্ধায় তাই চুমি।

 

দ্বিগবিজয়ীর মতই তোমার

বিজয় কেতন উড়ে

তুমি ছিলে আছ তুমি

রবে হৃদয় জুড়ে।

 

পদ্মা-মেঘনা যদিন রবে,

বাংলায় বহমান।

চৌদ্দ কোটি হৃদয়ে কবি

শামসুর রাহমান।

 

পাওনা তোমার পাওয়ার খাতায়,

রয়েই গেল হায়

তোমার মূল্য তোমার করে

দিতে হবে তায়।

 

যায় না তোমায় যাবে না ভোলা

আজ কোনকালে হায়

কলম হাতে আবার আসো

এই পৃথিবী তোমায় চায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.