Header Ads

নীল আকাশে লেগেছে আগুন



 

দূর আকাশটা সেজেছে আজ,

কৃষ্ণচূড়ার লালে

উদাস হয়ে রয়েছে চেয়ে

কেউ আসবে কাছে তারই হয়ে

নিদ নাই যে ভালে।

 

সবুজ শ্যামল কিছুই যে তার

মন চাহে না আজ

নদীর বুকে উপচা স্রোতে

মন শুধু রয় তারই ব্রতে

ভুলিয়ে সকল লাজ।

 

প্রতীক্ষারই তীব্র জ্বালায়

আকাশে লেগেছে আগুন

সোনা খাটি হয় আগুনে জ্বলে

মেনেছে হার একথা বলে।

তাই ফিরায়ে দিয়েছে ফাগুন।

নীল আকাশে লেগেছে আগুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.