চুষ কাগজের মতোই তুমি
নিচ্ছ আমায় চুষে
আদর করে পালক ছিড়ে
রাখছ খাচায় পুষে।
সোহাগ ভরা অবহেলায়
ভাঙছো সকল স্বপ্ন
কষ্টগুলো বুকেই চেপে
হাসছি ঢাকার জন্য।
দেহ থেকে হৃদয় কেড়ে
করছো বাহাদুরি
ভালোবাসি বলে মুখে
ভাঙছো আশার তরী।
আদর করে পালক ছিড়ে
রাখছ খাচায় পুষে
চুষ কাগজের মতোই তুমি
নিচ্ছো আমায় চুষে।
কোন মন্তব্য নেই