Header Ads

এ শুভক্ষণে


 


আজকের শুভক্ষণে,

এলেযে ধরাতে

সবুজ হতে কালীমা

দুহাত দিয়ে সরাতে।

 

হাসলো ফুল সেইযে প্রথম

মেললো ডানা পাখি

ছুটলো নদী টগবগিয়ে

তোমারি নাম ডাকি।

 

পেয়ে তোমায় হলো শুরু

সকল পথের চলা

তোমার গুণের গুণকীর্তন

তাইতো আজি বলা।

 

জন্মদিনের শুভ ক্ষণে

তোমায় শত শুভেচ্ছা

ভালো থাক নিত্য তুমি

সবার আমার ইচ্ছা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.