Header Ads

অনুভবে তুমি- ভালোবাসার লিরিক


ভালবাসা

ভালোবাসার প্রতিদানে,

পেলাম নাতো কিছু

আলো ভেবে আলেয়াকে

ধরতে গেলাম পিছু!

একের আগে শূন্য যেমন

সংখ্যা অতি তুচ্ছ

প্রেম সাগরে খুঁজতে মানিক

পেলাম পাথর গুচ্ছ!

মন বদলের বিনিময়ে

যায় না পাওয়া মন

কাছে আসে ভালোবাসে

স্বার্থ যতক্ষণ।

ভালোবাসা সোনার হরিণ

ধরতে গেলেই ভাগে

ভালোবাসা হায়! দুরাশা

তবুও ভালোলাগে।

..................................................................................................

রৌদ্র ছায়ার খেলা


আমার চোখের ক্যানভাসেতে,

তোমার আসা-যাওয়া

তোমার মাঝেই পূর্ণতা পায়,

আমার সকল চাওয়া!

স্বপ্ন হয়ে কখনো বা,

ভাসাও আমায় দূর ভেলায়

কখনো বা সত্য হয়ে,

কাঁদাও হাসাও সব বেলায়।

আমার মাঝেই থাক তুমি

আমার ছায়া হয়ে

নিত্য নতুন কথা বলো,

মন পবনের নায়ে!

ভেবে তোমায় গান কবিতা

গল্প লিখে যাই

স্বপ্ন লোকের কল্প থেকে

তোমায় পেতে চাই।

তোমায় নিয়ে বিভোর আমি,

স্বপ্ন সুখের ভেলায়-

প্রহর আমার যায় যে চলে,

রৌদ্র ছায়ার খেলায়!

..................................................................................................

ছলনা কাম ভালোবাসা


প্রিয় বন্ধনে প্রিয় বাহুডোরে,

কাটাও তোমার রজনী

দেখলে আমায় দরদিয়া সুরে,

কানে কানে ডাক সজনী!

কাঁদিয়ে আমায় হাস তুমি

আর হাসাও তোমার চারিপাশ

সুধা খাও তুমি দিব্যি চুটিয়ে

পিলাও আমায় বিষের গেলাস!

নাটক নাটক পঙ্ক্তিতে তোমার

ভেঙেছি নিজেকে গড়েছি

ফুল যত সব তোমাতে লুটায়ে

নিজকে নিজে মেরেছি!

অমৃত আর বিষের মিলন

ইতিহাসে কভু ঘটেনি

একটা মাঝির একটাই কুল

দু’কুল কভু জোটেনি।


ছলে তোমার ঠকছো নিজে

নিভছে সুখের সুখ রবি

জলের বুকে রইছে বলো

কখন আঁকা কার ছবি।

হৃদয় দিয়ে যোগ হয় হৃদয়

গুন ভাগতো হয় না

একটা হৃদয় করলে দু’ভাগ

ছলনা কি তারে কয় না?

..................................................................................................

কেমন করে


আমায় তুমি পর করেছ

দূর করেছ ভুলে

তবুও আমি নিত্য কাঁদি

স্মৃতির পাতা খুলে।

রক্ত সাদা মানুষ আমি

দেখিনি তো আগে

স্বার্থ শেষে হয় অচেনা

চিনতে কষ্ট লাগে।

মানুষ ভোলা হয়ত সহজ

স্মৃতি ভোলা যায় না

বিবেক বাতি জাগায় স্মৃতি

মন যে খোলা আয়না।

কেমন করে ভুললে আমায়

পর করলে হায়!

কেমন করে মুখ ফিরালে

কোনসে দোষের দায়?

..................................................................................................

অনুভবে তুমি


অনুভবের রাজ্য জুড়ে

সারাটা ক্ষণ থাকো

রংধনু রং তুলিতে রোজ

প্রেমের ছবি আঁকো।

এই আমিটার মন মগজে

তোমার বসবাস

ভালো লাগার সবুজ সারে

প্রেমের করি চাষ।

গান কবিতায় ছন্দ হয়ে

হাজার কথা কও

যোজন দূরে থেকেও তুমি

মনের ভিতর রও।

তোমায় বুঝি, তোমার চেয়েও

সবচে বাসি ভালো

অনুভবের রাজ্য জুড়ে

তুমি সুখের আলো।

..................................................................................................

অচিনপুর


সোনার মেয়ে সোনার বরণ

চিরল চাঁদের হাসি

কোন নগরে নিবাস তোমার

একটু জানাও আসি।

নাওয়া খাওয়া সব ভুলেছি

ঘুম হয়েছে গুম

স্বপন বেলায় দাও যে দেখা

নূপুর পায়ে ঝুম।

কে গো তুমি কোথায় থাকো

দাওনা দেখা দাও

পর্দা ভেদে দাও গো দেখা

হাতটা হাতে নাও।

কল্প লোকের গল্প হয়ে

আর থেকো না দুর

কোন নগরে নিবাস তোমার

কোনসে অচিনপুর?

..................................................................................................

খুঁজেই গেলাম


সবার আমি, আমি সবার

যেই খানেতে যাই

কিন্তু আমার আমির বেলায়

আপন কেহ নাই।

চিত্ত পুড়াই বিত্ত উড়াই

হাসাই চারিপাশ

আমার বেলায় সবটা আঁধার

শুধুই দীর্ঘশ্বাস

হায় অভাগা আমার আমি

পেলাম নাতো কেউ

রইলো চোখে জনম জুড়ে

ব্যথার নোনা ঢেউ।

‘লু’ হাওয়াতে হাতছানি দেয়

তীব্র জ্বালার দুখ

এই আমিটা হায় খুঁজে যাই

সবার মাঝে সুখ।

সবার হলাম এই যে আমি

সবার হয়ে আছি

খুঁজেই পেলাম মনের মানুষ

মনের কাছাকাছি।

..................................................................................................

চাইনা হতে


তোমার মনের বসত ভিটায়

দিও আমায় ঠাঁই

চাই না হতে মাটি আমি

চাই না হতে ছাই।

হাজার ফুলের সমারোহে

চাই না পেতে মালা

জনম জনম আমার মাঝে

রাখবো পুষে জ্বালা।

তুমি ছিলে রবে তুমি

তোমায় শুধু চাই

চাই না হতে মাটি আমি

চাই না হতে ছাই।

..................................................................................................

মায়াডোরে


দিন ফিরে যায় দিনের ঘরে

রাত ফিরে যায় রাতে

ভাবছি তোকে এই আমি রোজ

ঘুমহীন আঁখি পাতে।

গান কবিতায় ছন্দ হয়ে

যাস দুলিয়ে মন

তুই যে আমার সন্ধারাতের

মিষ্টি আলাপন।

একটা প্রহর হাজার বছর

বন্ধু তোকে ছাড়া

তোর প্রেমেতে মত্ত এমন

বদ্ধ পাগল পারা।

ও পাখি তুই বনের পাখি

তবুও পুষি তোরে

তুই বেধেছিস এই আমাকে

বন্ধু মায়াডোরে।

..................................................................................................

খুঁজবো কতো


জেগে জেগে রাত কেটে যায়

জল ঝরে যায় চোখে

তুই শুধু মা দমের চাওয়া

চাই শুধু মা তোকে।

তীব্র জ্বরে কাঁপে শরীর

কেউ দেখে না চেয়ে

শীতল হতো তপ্ত হৃদয়

মাগো তোরে পেয়ে

কি আর এমন করেছি দোষ

পাই না খুঁজে দিশা

নয়ন ভরে দেখেও দেখার

মিটলো না মা তৃষা।

তোর আশাতে আর কতকাল

রইবো পথের বাঁকে

দূর আকাশের ঐ তারাতে

খুঁজবো কতো মা কে?

..................................................................................................

তুমি ডেকেছো তাই এসেছি


তুমি ডেকেছো তাই এসেছি

দেখিনি তো কিছু ভেবে

তুচ্ছ আমি অতি নগন্য

তবুও কি কাছে নেবে?

খুঁজি না ভাল বুঝি না মন্দ

শুধু যে তোমায় চিনি

হৃদয় দামে তুমি যে বন্ধু

নিলে গো আমায় কিনি।

বাঁধার পাহাড় মাড়িয়ে দু পায়

ঝড়ের বেগে ছুটে

এসেছি তোমার দুয়ারে জানি না

কপালে কি যে জুটে।

দ্বিধা-দ্বন্ধ শংকা মনেতে

ইন্দ্রজালের ঘোর

বন্ধু তুমি বেধেছো আমায়

একি মায়াবী ডোর

আসে যতো বাঁধা কঠিন সময়

ছেড়ো না হাত কভু

সব চলে যায়, যাক না হারায়ে

আমারি থেকো তবু।

..................................................................................................

অপলক দৃষ্টি


আমার যাওয়ার পথে তোমার

অপলক ঐ দৃষ্টি

ঝরায় আমার ক্ষরাকাশে

অমিয় সুখের বৃষ্টি।

এক পা বাড়াই ফিরে তাকাই

অপলক ঐ চোখে

বলব কি আর বলব না যে

পাই না ভাষা মুখে।

তোমার চোখের প্রেম সাগরে,

ডুব দিয়েছি তাই

হয়ত পাব মুক্তা মানিক

নয়তো চুলার ছাই।

বিদায় এতো হয় যে মধুর

জানিনে তোমায় বিনে

তোমার ও চোখ আমার হতে

আমায় নিল কিনে।

অপলক ঐ চাওয়া তোমার

লুট করেছে সব

ছড়ায় আমার তপ্ত বুকে

দিব্য হাসির রব।

..................................................................................................

যে চলে যায়


যে চলে যায় যায়রে চলে

ফিরে তো আসে না

তবে কি আর আগের মত

ভালো কি বাসেনা।

ডেকে ডেকে হন্যে সবাই

শুনেও না শোনে

গভীর ঘুমে মত্ত থাকে

ঘরেরই এক কোণে।

তৃষ্ণা ক্ষুধা ঠান্ডা গরম

নেই কিছুতে বোধ

নীরব হয়ে কোন্সে দোষে

নিচ্ছে প্রতিশোধ।

যে রয়ে যায় সেই বুঝে হায়!

নিত্য বাঁচে মরে

যে চলে যায়, কেনো সে যায়

কাঁদিয়ে এমন করে।

মন ও আকাশ

কোথাও সাদা কোথাও ধূসর

কোথাও একটু নীল

সেই আকাশের সঙ্গে আমার

মনের দারুন মিল।

মাঝে মধ্যে মনটা আমার

যখন উদাস হয়

ধূসর রঙে মন খুঁজে পায়

মনের পরিচয়।

অবুঝ মনের সবুজ স্বপ্ন

হয় কখনো নীল

মন মিলে যায় দূরের নীলে

নীলেই হয় যে মিল।

চেনা চোখের অন্তরালে

মন পড়ে না বাঁধা

মনটা মলিন দূর আকাশের

যেমন মলিন সাদা।

..................................................................................................

পারি


কষ্ট ব্যথায় হাসতে পারি

প্রেম সাগরে ভাসতে পারি

দগ্ধ জ্বালায় জ্বলতে পারি

তুমি আমার বলতে পারি

মাঘের শীতে কাঁপতে পারি

সারাটাক্ষণ ভাবতে পরি

তোমায় ভেবে কাঁদতে পারি

টমির মতো রাঁধতে পারি

যা চাও তা করতে পারি

দূরের আকাশ ধরতে পারি

মুষলধারে ঝরতে পারি

তোমার জন্যে মরতে পারি

হাতটা হাতে রাখতে পারি

রংধনু রং মাখতে পারি

মনের দুয়ার খুলতে পারি

বিয়োগ ব্যথাও ভুলতে পারি

নিশ্চিত জয় ছাড়তে পারি

শকুন হয়ে কাড়তে পারি

তুমি আমার জানতে পারি

নাই কিছু যা মানতে পারি

যা পারি না তাও পারি

তোমার জন্যে নাও পারি

পারি আমি সব পারি।

..................................................................................................

দায় সেরেছো


আমায় ভেবে লিখবে কিছু সায় দিয়েছো

বন্ধু তুমি বন্ধু হবার দায় সেরেছো!

তোমার কাজে ব্যস্ত তুমি

নিত্য তাতে হারাই আমি

দু’এক মিনিট ফোনালাপে হায় বলেছো।

বন্ধু তুমি বন্ধু হবার দায় সেরেছো!

অষ্ট প্রহর তোমায় ভাবি জানো না তো

হৃদপিঞ্জরে তোমার ছবি মানো নাতো

প্রেমোডোরে বন্দি করে ঘাই মেরেছো

বন্ধু তুমি বন্ধু হবার দায় সেরেছো!

হাসাও কাঁদাও ভাবাও তুমি সারাবেলা

রৌদ্র ছায়ায় স্নিগ্ধ সুখে কর খেলা

তুমি নাকি আমার প্রেমের নায় ভেসেছো?

বন্ধু তুমি বন্ধু হবার দায় সেরেছো।

..................................................................................................

হায় গেলো সে চলে


প্রবাল দ্বীপের পান্না দিয়ে,

হার পরালাম গলে

তবুও আমায় রিক্ত করে,

সে গেলো যে চলে।

ফুলের পরে ফুল দিয়ে তার,

পথ করেছি কোমল

তবুও আমার প্রেম বাসনার,

স্বাদ করেছো অমোল

হৃদয়হীনা হায় পাষাণী

বুঝলো শুধু ধন

আলতা পায়ে কঁচলে দিল,

বক্ষে রাখা মন।

পাষান পুরীর কন্যা যে, সে

মিষ্টি কথা বলে

মারলো আমায় মরার আগে

হায় গেলো সে চলে।

..................................................................................................

তবুও ছোটে মন


আজকে আমার চোখের তারায়

দুলছে শ্যামল বন

বন্ধ মনের অন্ধ দুয়ার,

খুলছে পোড়া মন।

শংকা শনির অশুর সুরে,

হাতছানি কে দিচ্ছে

বুঝি না ছাই হবে কি আর,

মন পিছু তার নিচ্ছে।

পোড় খাওয়া মন কিসের মোহে

ছুটছে কিসের পিছু

সব হারায়ে ফিরবে কিসে

নেই যে তাহার কিছু।

পুড়বে বুঝি আমার আজি

চোখের তারার বন

সোনার বেড়ী দিলাম পায়ে

তবুও ছোটে মন।

..................................................................................................

তোমার তাতে কি


তুমি আমার বদ্ধ ঘরে

স্বাধীনতার চাবি

তোমায় আমি ভালোবাসি

ভালোবাসার দাবি।

দিন শেষে রাতে বিভোর থাকি

একটু দেখার আশায়-

এই আমিটার মন মদিরায়

প্রেমের তরী ভাসায়।

কি যায় বলো ভাবছি আমি

তোমার তাতে কি?

দিব্যি আছো খাচ্ছো তুমি

গরম ভাতে ঘি।

..................................................................................................

ঝড় উঠেছে ঝড়


ঝড় উঠেছে ঝড়

এই না ঝড়ে তোমায় নিয়ে

বাঁধবো সুখের ঘর

ঝড় উঠেছে ঝড়।

কে থামাবে রুখবে আমায়

কে করবে পর

এই না ঝড়ে তোমায় নিয়ে,

বাঁধবো আমি ঘর

ঝড় উঠেছে ঝড়।

তুড়ি মেরে উড়িয়ে দেব

বাঁধার বালুচর

কে থামাবে রুখবে আমায়

কে করবে পর


ঝড় উঠেছে ঝড়

এইনা ঝড়ে তোমায় নিয়ে

বাঁধবো আমি ঘর।

তোমার আমার অমোঘ মিলন

জনম জনম ভর

ঝড় উঠেছে ঝড়

আমার পাশে থাকলে তুমি

নাই কিছুতে ডর

কে থামাবে রুখবে আমায়

কে করবে পর

ঝড় উঠেছে ঝড়





সমাপ্ত


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.