Header Ads

মোখলেছুর রহমান

 



"শুভেচ্ছা বাণী"

 

জীবনের টানাপোড়েন যখন ক্লান্ত করে আগামীর পথ ছুঁতে, ঠিক তখনই সম্মোহনী মমতায় ক্লান্তি ক্লেশ দূরীভূত করে সাহিত্যের বিস্তৃত অঙ্গন,,,,এই দুর্লভ কাজ অতি যত্নে পরিচর্যা করে আসছেন একদল নিবেদিত সাহিত্য প্রেমী, তাদের অন্যতম  "কবিতায় জাগরণ" সাহিত্য সংগঠন ! তাদের অক্লান্ত পরিশ্রমে কন্টকাকীর্ণ এই দূরুহ পথ মসৃনতার ছোঁয়ায় সমৃদ্ধ হচ্ছে সাহিত্যের বিভিন্ন শাখা আমি কবিতায় জাগরণ এই পরিবারের নিয়মিত পাঠক,, অসীম শুভ কামনা সম্পাদক সাহিদা রহমান মুন্নী কবিতায় জাগরণ পত্রিকার কর্ণধারকে, শুভেচ্ছা কবিতায় জাগরণ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে, দিগন্ত বিস্তৃত সাফল্য কামনা করছি কবিতায় জাগরণ পত্রিকার!!

 

মোখলেছুর রহমান

কলামিস্ট এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ

আরব আমিরাত! (দুবাই)

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.