Header Ads

কবি সাহিদা রহমান মুন্নী



কবি সাহিদা রহমান মুন্নী'র পরিচিতিঃ

 

স্বনামধন্য কবি  সাহিদা রহমান মুন্নী জন্ম ১৯৭৮ সালের ১০ ফেব্রুয়ারি রংপুর সি,এম এইচ হাসপাতালে। তার পিতার নাম আলহাজ হাফিজুর রহমান সরকার এবং মাতার নাম আলহাজ রাজিয়া সুলতানা। তিন ভাই ও  পাঁচ বোনের মধ্যে তিনি ষষ্ঠ।

কবি সাহিদা রহমান মুন্নী তার শিক্ষা জীবনে ২০০১ সালে মাস্টার্স  সম্পন্ন করেন। বর্তমানে তিনি  লিটল ম্যাগাজিন কবিতায় জাগরণ এর সম্পাদকের দায়িত্ব পালন এর পাশাপাশি দুই সন্তান কে নিয়ে স্বামীর সংসার করছেন।

কবি সাহিদা রহমান মুন্নী সাহিত্যের সকল শাখাতেই রয়েছে তার সরব উপস্থিতি। তার গীতি-কবিতা বিশেষ মনোযোগ দাবী করে পাঠকের। সরলভাবে এগিয়ে চলে তার কবিতার প্রতিটি চরণ। অধিকতর সুন্দর ও সৃষ্টিশীল সমাজ বিনির্মানের উদ্দেশ্যেই মুলত ছড়া, উপন্যাস, কবিতা, গল্প, গান, গ্রন্থালোচনা লিমেরিক প্রভৃতি বিষয়ে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সাহিত্যমনা এই কবি পঞ্চম শ্রেনী থেকেই লেখালেখি শুরু করেন ১৯৯০ “সৃতি একাত্তর পত্রিকা এ তার প্রথম লেখা প্রকাশিত হয়। ভ্রমন পিপাসু এই মানুষটি ইতিমধ্যে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব সহ আরো অনেক দেশে ঘুরে বেড়িয়েছেন।


সাংগঠনিক কার্যক্রমঃ

  • সদস্য- চট্টগ্রাম লেডিস ক্লাব     
  • আজীবন সদস্য- রোগী কল্যান সমতি 
  • ট্রেজার- এভার গ্রীন লায়ন্স ক্লাব
  • সহ-সভাপতি - নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি
  • আজীবন সদস্য- চট্টগ্রাম একাডেমী
  • আজীবন সদস্য- চট্টগ্রাম মহিলা সমিতি
  • আজীবন সদস্য- চট্টগ্রাম লেখিকা সংঘ



পুরস্কার ও সম্মাননাঃ

(১) লিটল ম্যাগাজিন সম্পাদনায় বিশেষ অবদানের জন্য সাধীনতা স্মারক সম্মাননা- 

(২) মহা কবি আলাওল গুণিজন সন্মাননা- ২০১৩ 

(৩) বীর চট্টগ্রাম মঞ্চ থেকে লেখক সম্মাননা- ২০১১

(৪) কবি নজরুল সাহিত্য সন্মাননা-২০১৩

(৫) আন্তর্জাতিক মাতৃভাষা স্মারক গুণীজন সম্মাননা-২০১৫

(৬) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন,কবি বেগম সুফিয়া কামাল সম্মাননা স্মারক-২০১৫

(৭) ভিন্নমাত্রা এ্যাওয়ার্ড-২০১৩

(৮) স্বাধীনতা স্মারক সম্মাননা পান্ডুলিপি সংগঠন থেকে-২০১৪

(৯)বাহন গোলটেবিল বৈঠক স্মারকপত্র-২০১৫ 




সম্পাদিত পত্রিকা ও ম্যাগাজিনঃ

সম্পাদক- কবিতায় জাগরণ (ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন) {প্রথম প্রকাশঃ ২০১৩। এ পর্যন্ত প্রকাশিত সংখ্যা- ১৪টি)




প্রকাশিত গ্রন্থঃ

১. জোনাকীর আলো (কবিতা গ্রন্থ-২০০৬)

২. এবং ও অতএব (কবিতা গ্রন্থ -২০০৭ ইং)- ISBN:984-862-245-6

৩. যোগ বিয়োগ গুন ভাগ= বিফল (কবিতা গ্রন্থ -২০০৯)

৪. পাতা ঝড়ার সময় (কবিতা গ্রন্থ -২০১০)

৫. তবুও দেখতে হবে স্বপ্ন (কবিতা গ্রন্থ -২০১৩)- ISBN:984-8645-00-4

৬. অনুভবে তুমি (ভালোবাসার লিরিক-২০১৫)

৭.নাচে ফড়িং তিড়িং বিড়িং (ছড়া-২০১৫)- ISBN:984909037-5

৮. বিদগ্ধ যন্ত্রনা (উপন্যাস-২০১৫)-ISBN:984909049-9

সম্পাদনা করছেন "কবিতায় জাগরণ" নামে একটি লিটল ম্যাগাজিন ।


 কবি সাহিদা রহমান মুন্নীর লেখা কিছু বই সম্পর্কে আলোচনা


জোনাকির আলো ”

 


লিখেছেনঃ সাহিদা রহমান মুন্নী

প্রকাশকঃ মৌসুমী ইসলাম মৌ

প্রকাশনীঃ বইটি ঐশ্বয্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে

প্রচ্ছদ করেছেনঃ ঐশ্বয্য

প্রকাশকালঃ বইমেলা ২০১৬ ইং

শুভেচ্ছা মূল্যঃ ৫০ টাকা

পরিবেশকঃ আমীর প্রকাশন

....................................................................................

“ এবং  অতএব ”


লেখকঃ সাহিদা রহমান মুন্নি।

প্রকাশকঃ আয়েশা হক শিমু।

প্রকাশনীঃ বইটি শৈলী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

প্রচ্ছদঃ জিয়া উদ্দিন চৌধুরী।

প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০০৭ ইং

বইটির মুল্যঃ ৬০ টাকা।


কবি যেভাবে জীবন জগতকে অবলোকন, ধারণ কিংবা লালন করেন সেটিই ফুটে উঠে কবির কবিতায়। ইট-পাথরের এই কংক্রিট শহর কবিতা চাষের উপযোগী না। এবং অতএবকবির ২য় কাব্যগ্রন্থ। মোট ৪৮টি কবিতা স্থান পেয়েছেন গ্রন্থটিতে।

আবেগ ছাড়া কোন মানুষ হয়না। আর সেই আবেগ থেকেই ভালোলাগা। ভালোবাসা হয়তো তা-ই। আবার অন্যভাবে ভালোবাসা মানে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর আকাক্সক্ষা নিবেদন, প্রাপ্তি-অপ্রাপ্তি, আনন্দ-বেদনা কিংবা পাওয়া-না পাওয়ার সংমিশ্রণ। 


অনুভবে তুমি অধিকাংশ কবিতা হলো সেই ভালোবাসাকে নিয়ে। এই অর্থে গ্রন্থটিকে আমরা প্রেমের কবিতা গ্রন্থ বলতে পারি।

যোগ বিয়োগ গুন ভাগ= বিফল



লেখকঃ সাহিদা রহমান মুন্নি।

প্রকাশকঃ আয়েশা হক শিমু।

প্রকাশনীঃ বইটি শৈলী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

প্রচ্ছদঃ জিয়া উদ্দিন চৌধুরী।

প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০০৭ ইং

বইটির মুল্যঃ ৬০ টাকা।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.