Header Ads

আকিব শিকদার



কবি আকিব শিকদার'র পরিচিতিঃ 

জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন তারাপাশা গ্রামে, ০২ ডিসেম্বর ১৯৮৯ সালে। প্রফেসর আলহাজ মোঃ ইয়াকুব আলী শিকদার ও মোছাঃ নূরুন্নাহার বেগম এর জ্যেষ্ঠ সন্তান। 

লেখাপড়াঃ  

স্নাতক পড়েছেন শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইন বিষয়ে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতক ও স্নাতোকোত্তর। 

কর্ম জীবনঃ 

খন্ডকালীন শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু; বর্তমানে প্রভাষক হিসেবে আছেন এ্যাপারেল ইন্সটিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে।

প্রকাশিত গ্রন্থঃ

কবির বিধ্বস্ত কঙ্কাল (২০১৪), 

দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ (২০১৫), 

কৃষ্ণপক্ষে যে দেয় উষ্ণ চুম্বন (২০১৬), 

জ্বালাই মশাল মানবমনে (২০১৮) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।


শিশুতোষ বইঃ

 “দোলনা দোলার কাব্য” তার প্রকাশিতব্য শিশুতোষ কবিতার বই। 


পুরস্কার ও সম্মাননাঃ

সাহিত্য চর্চায় উৎসাহ স্বরুপ পেয়েছেন “হো.সা.স. উদ্দীপনা সাহিত্য পদক”, 

“সমধারা সাহিত্য সম্মাননা”,  

“মেঠোপথ উদ্দীপনা পদক”। 

লেখালেখির পাশাপাশি সঙ্গীত ও চিত্রাংকন তার নেশা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.