মনির উদ্দিন চৌধুরী
"শুভেচ্ছা বাণী"
ভালোলাগা ভালোবাসার অন্যতম একটি সাহিত্য মাধ্যম,,, বর্তমানে আমরা খুব অস্থির একটি সময় অতিবাহিত করছি, সর্বত্র চলছে জীবনে টিকে থাকার যুদ্ধ,,আর এই যুদ্ধে টিকে থাকতে যেয়ে আমরা ভুলেই বসেছি দেহের ভিতরে লুকায়িত আছে ছোট্ট একটি "মন" যে মন কবিতার বর্ষায় ভিজতে চায়, হাসতে চায়, বাঁচতে চায়,,,,
যান্ত্রিক
এই যন্ত্র মার্কা জীবনে একটু স্বস্তি দিতে
কবিতায় জাগরণ পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে
যা সত্যি প্রশংসার দাবিদার! ব্যস্ত জীবনে সাহিত্য এনে দেয় ভালোলাগার
খানিকটা স্বস্তি,,,
আমি
কবিতায় জাগরণ পত্রিকার একজন নিয়মিত পাঠক!
জয় হোক কবিতার, জয়
হোক "কবিতায় জাগরণ পরিবারের"! আমি কবিতায় জাগরণ
পরিবারের সুন্দর ও নির্মল ভবিষ্যত
কামনা করছি,, এগিয়ে যাক কবিতায় জাগরণ
তার নিজস্ব নিপূনতায়!!
মনির
উদ্দিন চৌধুরী
আরব
আমিরাত!
কোন মন্তব্য নেই