Header Ads

মুক্তির কান্ডারী

 


সাহিদা রহমান মুন্নী'র ধর্ম-দর্শন কবিতা 


মুক্তির কান্ডারী

 

দুরুদুরু কাঁপে বুক,

কি জানি কি হয়রে-

চারিদিকে মহামারী,

করোনার ভয়রে!

 

বাতাসটা থমথম্ ,

নিষ্প্রাণ পরিবেশ-

করোনার ছোবলে,

আতংকে জাতি,দেশ!

 

কতো প্রাণ ঝরে গেল,

আর কতো ঝরবে-

কেউ নেই তুমি ছাড়া,

মুক্ত কে করবে!

 

বাঁচাও এ দুনিয়া,

পানাহ্ দাও মহিয়ান-

মুক্তির কান্ডারী,

হে দয়াল রহিমান!!

 ..............................................................................

 হে দয়াল দয়াময়


 ভারাক্রান্ত চারিপাশ,

হাসে'না চিরল চাঁন-

কান্নার মাতমে নিঃশব্দ,

এবারের মাহে রমজান!

 

ফুঁপে কাঁদে মুসল্লি,

মসজিদ শূন্য-

তাড়াবির ঢল ছাড়া,

রোজা নয় পূর্ণ!!

 

হে রহিম রহমান,

দয়া করো বিশ্বে-

মন কাঁদে বারে বারে,

করুণ দৃশ্যে!

 

ক্ষমা চাই ক্ষমা করো,

হাবিবের সাদকায়-

তুলে নাও করোনা,

হে দয়াল দয়াময়!!

 ..............................................................................

ঈদ!!!


ঈদ নাই নিদ নাই,
সব কিছু পানসে-
তোতা মিয়া পায় যতো,
আরো ততো চানসে!!

 

কোটি টাকা গরু আর, 
লাখ টাকা খাশি'তে-
হায় তার মুখে তবু,
হাসি নাই হাসি'তে!!

 

বানভাসি মানুষেরা ,
কি খায় খায় না-
তোতা মিয়া ভাবেনা'তা,
কিছু আসে যায় না!!

 

ভাষাহারা বাসাহারা,
মুসলিম বিশ্বে -
দেখেযায় তোতামিয়া,
অপলক দৃশ্যে !!

 

ঈদ কি কেন আসে,
মন কারো কেঁদে কয়-
আসে ঈদ কারো ঘরে, 
সব ঘরে কেন নয় !!!

 

কে কাঁদে কে হাসে,
কারো নেই কোনও খোঁজ -
তোতা মিয়া ঈদ করে ,
সাত দিনে সব রোজ!!!

.............................................................................. 

তুমি রহমান 

 

আকাশ নীলে মনের মিলে,
আরও কতো ফুল পাখি -
তুমি তোমার অপার দয়া, 
নিথর দেহে রোজ মাখি!

একটু সুখে উর্দ্ধ মুখে, 
ভুলি তোমায় নিজ কাজে -
কিন্তু তুমি ঢালো স্নেহ, 
কাল আগামী আর আজে!

তুমি রহিম রহম করো, 
আমি যতোই ভুল করি -
কান্না হাসি বন্যা ভাসি, 
বাঁচাও তবু কূল ধরি!

জীবন স্রোতে মৌন ব্রতে,
তোমার ছায়া বহমান -
দু'হাত তুলে চাইছি কৃপা, 
আল্লাহ্ তুমি রহমান!!

 ..............................................................................

মাহে রমজান

 

মরুর তরু হাসলো আজি,
হাসলো দূরের আসমান-
এলো আবার বছর ঘুরে,
লাইলাতুল রমজান

 

ঘুমের আলিস্যি ছেড়ে,
তাহাজ্জুদে মন-
সেহরি শেষে সংযমে,
ইফতারির আয়োজন।

 

হাজার মাসের শ্রেষ্ঠ 'মাস,
জানে বিশ্ব মুসলমান -
নাজিল হলো দুনিয়া জুড়ে,
নূরানি কোরআন!

 

রহমত আর বরকতের,
নাজাতের মাস এইতো-
উচ্চ নিম্ন মধ্য গরিব,
সবাই সবার রইতো।

একমাসের সাধনাতে,
বছর জুড়ে ফল পাবে-
কদর রাতে করবে কবুল,
খোদার কাছে যাই চাবে।

 

বিশ্ব বুকে রমজান মাস,
খোদার সওগাত-
জিকির করো শোকর করো,
করো মোনাজাত!!

 

তাসবিহ পড়ো কলমা পড়ো,
পড়ো কোরআন-
দূর আকাশে চাঁদ উঠেছে,
এলোরে রমজান!!

 ..............................................................................

শাবেবরাত

শাবেবরাতের শুভক্ষণে,

তুলেছি দু'হাত-
আল্লাহ্ তুমি কবুল করো,
আমার মোনাজাত!

 

মত্ত থাকি দুনিয়া কাজে,
যাই ভুলে যাই সব-
তবুও তুমি তোমার পানায়,
রাখো আমায় রব!

 

তওবা পড়ে ডাকছি তোমায়,
একটু দাও নাজাত-
আল্লাহ্ তুমি কবুল করো,
এই অভাগার হাত!

 

তুমি রাহীম তুমি কারীম,
তুমিতো দয়াবান -
কালবে আমার মোহর লাগাও,
নূরানি কোরআন!

পূণ্যময়ী এইনা রাতে,
করছি ফরিয়াদ -
মন মগজে জপি যেনো,
কলেমা সুরা ইয়াদ!

 

সগিরা কবিরা গুনাহ্,
আর না করি কভু -
শাবেবরাতে এইনা চাওয়া,
কবুল করো প্রভু!!

..............................................................................

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.