Header Ads

রুবাই- আসলাম প্রধান

 


রুবাই

রুবাই (رباعی‎) আরবী শব্দ। অর্থ- চতুষ্পদী অর্থাৎ চার পঙক্তি বিশিষ্ট কবিতা। এটা বিশেষ ধরনের কবিতা। কিছু কিছু কবিতা আছে বিশেষ কিছু নিয়ম-কানুন মেনে সেগুলো লেখা হয়। যেমন- সনেট, লিমেরিক, এলিজি, ওড, রুবাই ইত্যাদি।

রুবাইয়্যাৎ-এর কাঠামোগত বৈশিষ্ট্য হচ্ছে এতে প্রথম, দ্বিতীয় চতুর্থ লাইনে একই অন্তমিল রাখা হয় তৃতীয় লাইনটি মুক্ত অর্থাৎ কোন অন্তমিল থাকে না, যেমন- ‘ককখক

 

 

রুবাই-১

বিদায় ঘন্টা

পাল্টে যাচ্ছে চেহারাটা, পুরো-

চক্ষু-কর্ণ, মিষ্টিগলার সুরও!

এই পারে, এই হোটেল থেকে দ্রুত

ওপার যেতে করছি তাড়াহুড়ো!

 

 

রুবাই-২

 

কারবালা যুদ্ধ

 

যে-মাটিতে শুয়ে ইমাম হুসেন- তার পবিত্র শির

আজো সে-মাটিতে রক্ত ঝরায়ে চলেছে হাজারো বীর !

মরুপ্রান্তর- কারবালা থেকে হয় নি যুদ্ধ শেষ-

এখনো হয় নি এজিদমুক্ত সেই ফোরাতের তীর

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.