লিমেরিক- সাহিদা রহমান মুন্নী
লিমেরিক-১
ছল করিনা ছল বুঝিনা ছল খুঁজিনা কিছুতে!
সঙ সেজেছ ঢং করেছ রং মেখেছ মিছুতে!
মুখোশধারি ভন্ড,
খেলা তোমার পন্ড,
জন জেগেছে জম লেগেছে তোমার ছায়ার পিছুতে!!
লিমেরিক-২
তোমার সাথে চলতে পথে,
সোজা কি'বা উল্টা রথে,
সব কিছুতেই ভালো -
অন্ধরাতেও আলো!
তবুও পরবাসি আমি তোমার সুত্র মতে!!!
লিমেরিক-৩
অনলাইন অফলাইন কিছু আসে যায় না,
মুনমুন গুনগুন হৃদয়ের বায়না!
ছায়া হয়ে রও কাছে যদি'গো তা জান্তে!
আমি শুধু 'তুমি' টার মনে প্রাণে মান্ তে!
পাশে থেকে ভাব ধরো থাকো চীন- চায়না!!!
লিমেরিক-৪
পথের বুকে হীরে টোকাই,
মানুষ আমি কিযে বোকাই!
চালচুলো সব ভেস্তে হায়,
সাবান জলে কেচ্তে চায়!
মানুষ চেনা হায় হলো না খেলাম শুধু ধোকাই!!
লিমেরিক-৫
ক্ষিদে পেলে পায়না তবুওতো চায়না,
জীবনের কাছে যেনো নেই কোন বায়না ।
পথো শিশু নামটা,
নেই কোনো দামটা,
ওরা কাঁদে বাচেঁ মরে কারো কিছু যায়না !
লিমেরিক-৬
পারছিনা আর বাইতে বন্ধু অলীক প্রেমের নাও
পথিক আমি ডান নিশানার তুমি চালাও বাও
সেই ভালো এই থামি
যে যার পথে নামি
তারে নিয়া সুখে থাকো যারে তুমি চাও !
লিমেরিক-৭
যখন আমি গলাপানি পিগলে যাওয়া মোম
সে হয় তখন অগ্নি কাপুর কিংবা এটোম বোম
আহা সেকি ভাব
পানির বদল ডাব
ইচ্ছে করে টেনে ছিড়ি চামড়া থেকে লোম!!
লিমেরিক-৮
দু'ফোটা জল মুছতে গিয়ে সমুদ্র জল পাইলাম
নিজের বেলায় ষোল আনা বুঝলো না কি চাইলাম
চুরির পরে শাষণ
নীতির সেকি ভাষণ
খুঁজতে মন বুঝতে মানুষ পেনাল্টি যা খাইলাম !!
লিমেরিক-৯
আসছে ধেয়ে ফনি,
বার'টা নাকি শনি,
ভয়টা লাগছে বেশ,
টার্গেট বাংলাদেশ,
ডিস্কো ছারো তোলো মমীন আল্লাহ রাসূল ধ্বনি!
লিমেরিক - ১০
সবাই বলে ছাড়তে তোরে, ছাড়তে'তো না পারি,
তোর প্রেমেতে মরছি ধুঁকে ছাড়ছি দুনিয়াদারী,
চকলেট জানের জান,
নেশার মতোন টান,
তিলে তিলে করলিরে শেষ দন্ত ব্যথায় মারি!
লিমেরিক -১১
তোমার জন্য ডিম ভেজেছি,সেই ডিমেতে ছাল
ছিল,
মুখে তোমার করুন হাসি মন্টা ভরা ঝাল ছিল,
ভুল ছিল এ'সত্যি,
নয় মিছে একরত্তি,
তবুও তোমার ধবল মুখে ছন্দমাখা গাল ছিল!
লিমেরিক - ১২
জালিম যারা মন্টা তাদের একটু যেন নরম হয়,
হামরাহীদের কষ্ট বুঝে ভাল্লাগাটা চরম রয়,
ভাবদেখানো ছাড়ে,
বুঝুক হাড়ে হাড়ে,
সাদা মনে কাঁদা দিলে কা'রনা মেজাজ গরম
হয়!
কোন মন্তব্য নেই