তবুও তোমায়
তোমায় যদি হারাই পাব
রক্তাক্ত চোখের জল
তবুও তোমায় হারায়ে বুকে
বাধব ব্যথার ঢল!
তোমার কাছে হাত বাড়ালে,
আসবে সুখের প্রশান্তি
তবুও আমি হাত গুটায়ে
জ্বালব জ্বালার অশান্তি!
তুমি মানেই তোমার কাছে,
অন্তিম আমার ঠিকানা
তবুও জেনো তুমি ছাড়াই
রচব জীবন সীমানা!
যায় না কেনা এমনই দাম
হায় তোমার ভালোবাসা
তবুও তোমায় ফিরায়ে বাঁচার
ছাড়ব শেষ আশা!
তুমি অনিন্দ্য চির সুন্দর,
সব সবুজ তোমাতেই
তবুও আমি চাই না তোমায়
আর চাই না কিছুতেই!
কোন মন্তব্য নেই