ছাই ফেলতে ভাঙা কুলো
আপন বলতে যখন তোমার,
কেউ যে থাকে নাকো
হাত বাড়ায়ে তখন আমায়,
সোহাগ করে ডাকো।
বোঝাও আমায় তুমি তোমার,
সবই আমার জন্যে
আমায় ঘিরে সুখ যে তোমার,
তুমি মহা ধন্যে।
যেই না তোমার পায়ের তলায়,
মাটি খুঁজে পাও
এক হোঁচটেই এই আমাকে,
পরযে করে দাও।
আপনজনে সঙ্গে নিয়ে,
হওযে দিশেহারা
রিক্ত হয়ে জীর্ণ ঘরে
দেই রজনী সারা।
ছাই ফেলতে ভাঙা কুলো,
যেমন সবাই জানে
ঠিক তেমনি তোমার কাছে,
এই আমারি মানে।
কোন মন্তব্য নেই