তুমি ছাড়া
তুমি আমার এমন তুমি,
যা নাইগো কারো যে
ঘোর আঁধার এই বরাতে,
আলোর প্রদীপ ধরো যে।
মরুর বুকে একটা ফোঁটা
জলের যেমন বীরত্ব
জীর্ণ আমার এই না মনে
তেমনি তোমার মাহাত্ম।
স্নিগ্ধ তোমার একটু ছোঁয়ায়,
ব্যথার পাহাড় যায় গলে
শত জনমের সুখ যে আমার
তোমার চরণ ঐ ধুলে।
তুমি আমার আরকি তুমি,
মাইরী জানিনা
তোমায় ছাড়া আমি আমার
আমায় মানি না।
সত্য যেমন এই পৃথিবী,
সত্য চন্দ্র তারা
তোমায় নিয়ে জীবন আমার
মরণ তুমি ছাড়া।
কোন মন্তব্য নেই