বন্ধু
আমার দ্বারে রোদ আর
তোমার পাড়ে বৃষ্টি-
বন্ধু হলে তাইতো হলো,
দুর্লভ এ সৃষ্টি।
অর্ণবের ঐ সুধাক্ষণে,
চাইলে যে হাত যখন-
হাতের সাথেই অরপেছি যে,
বুক পাঁজরের এ মন।
এই পৃথিবীর সবই এখন,
স্নিগ্ধ মধুর লাগে
ভালোলাগার এইযে এ ক্ষণ,
আরছিলনা আগে।
আমার পাড়ে পড়লো যখন,
বন্ধু তোমার দৃষ্টি-
রোদ হারিয়ে আসলো দ্বারে,
অনিল সুখের বৃষ্টি।
সুখ আর দুঃখের কাঠগড়াতে,
চাইনা তুমি দাঁড়াও-
বন্ধু শুধু বন্ধু হয়ে,
হাতটা হাতে বাড়াও।
আমার মনের অন্তরীক্ষে,
সুখের অরুণ তুমি
বন্ধু শুধু চাই তোমাকে
চাইনা কিছু আমি।
কোন মন্তব্য নেই