Header Ads

যখন তুমি

                                                                     




                                                        যখন তুমি মনের ভুলে,

ভুলাবে পথ তোমার-

বিছায়ে রাখব তখনো পথে,

আঁচলখানি আমার।

 

হোঁচট খেতে খেতে যখন,

পারবেনা আর চলতে-

বক্ষ আমার রইবে জেনো,

পা দু’খানি ফেলতে।

 

চোখের পানি নদী হয়ে,

ভাঙবে যখন বাঁধ-

সেই ক্ষণেও তোমায় জেনো

দেখাবো সুখ চাঁদ।

 

যখন তুমি নিঃস্ব হতেও,

নিঃস্ব হয়ে যাবে-

এই আমাকে তখনো শুধু,

তোমার কাছে পাবে।

 

মরণক্ষণেও যদি তুমি,

বারেক ফিরে চাও-

বলবো তবু তোমার আমি,

                                                                    হাত বাড়ায়ে নাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.