এবং ও অতএব
বুকের ঠিক গভীরে একটু উপরে
একটু ডানে একটু বামে কিংবা
একটু নিচে যে ভাবেই হৃদয়টা এক্সপেরিমেন্ট করিনা কেন তুমি শুধু
তোমাকে ঘিরেই সব কিছু আমার!
কীযে দুর্বার ঝরের মত সারাক্ষণ
নাড়া দিয়ে যাও দৃশ্যে-অদৃশ্যে
সবার মাঝে থেকেও ছোঁ মেরে নিয়ে যাও
দূরে বহুদূরে একান্ত তোমারি কাছে তোমারি করে!
তুমি কি জানো চুমকের চেয়েও
দুর্লভ আকর্ষণী ক্ষমতা আছে তোমার
দেখার পরও দেখা পাওয়ার পরও পাওয়া
এ শুধু তুমি শেখালে সযতনে সঙ্গোপনে
তোমায় চাওয়া তোমায় ভাবা
কিযে এক ব্যাস্ত ব্যস্ততা
কোন ভাষাই নেই ব্যাক্ত করার
তিন ভাগ জল এক ভাগ স্থলে নাকি এ পৃথিবী
আর আমার ছোট এ জীবনটার সবটুকুতেই শুধু তুমি
কীযে মায়ামন্ত্রে বিভোর করেছো আমায়
জাগরণে কিংবা স্বপ্নে
কারনে কিংবা অকারণে
শ্বাসে শ্বাসে
রক্তে রক্তে
মিশে আছো তুমি আমাতে
কেবলই আমাতে শুধু আমাতে
এবং আমাতে ও আমাতে
কোন মন্তব্য নেই