Header Ads

গভীর রাতে

 


নিঝুম রাতে সবাই যখন

ঘুমায় ঘুমের ঘরে,

দু’চোখ হতে ঘুম যে তখন

অশ্রু হয়ে ঝরে।

 

গভীর রাতের মতোই গভীর

এই না বুকের জ্বালা-

স্বপ্নগুলো সত্য সুতোয়

হয়না গাঁথা মালা।

 

ধুসর রাতের বুকে জাগে,

চাঁদ সকালের প্রতীক্ষায়-

দিনের আলোয় বিলীন হয়ে

রাতকে ভুলে অবজ্ঞায়।

 

তোমায় একটু চাওয়ার দোষে,

একলা ঘরে একলা রই-

গভীর রাতে সবাই ঘুমায়

আমার চোখে ঘুমতো নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.