বুকের মানিক
ফুটতেই ঝরেছে আমার
পাওয়া নামক ফুল
মন ভেঙে চৌচির এমন
যেমন নদীর কূল।
শুনেছিলাম লাল-নীল।
হাজার রকম কষ্ট
জানি না এ কোন বর্ণ
যা সব করেছে নষ্ট।
মৃত্যু আমায় করেছে কৃপা,
জীবন আমায় মেরেছে
বিন্দু কোন ছাড়েনি স্বপ্ন
সবই যতনে কেড়েছে।
নিজের ভিতর রাখলাম তবু
চোখে দেখিনি যে
আহারটা তার রইলো পরে
পানিও ভোগেনি সে।
বুকের মানিক একটুও বুকে
পাইনি আমি হায়
আমার মত মাকি এমন
আছে আর দুনিয়ায়।
কোন মন্তব্য নেই