নারী মুক্তি
মিটিং মিছিল স্লোগানে
দৈনিক সব পত্রিকাতে
শুনতে যা পাই-
ঘরে বাইরে পুরুষের পাশে
জীবন নামক মল্লিকাতে
নারী মুক্তি চাই।
এ সব শুধু কথার কথা
চাওয়ার চাওয়া ভাই
আজও নারী চার দেয়ালে
মরছে ঘুটে তাই।
শোষক হয়ে আজও নারী
জ্বলছে নানান জ্বালায়
স্বপ্নগুলো নিত্য ঝরে
হয় না গাঁথা মালায়।
নারী মানে সব অপমান
গ্লানি সয়ে রওয়া-
নারী মুক্তি তাই তো আজও
শুধুই চাওয়ার চাওয়া।
তাই মিটিং মিছিল হেডলাইনে,
চাওয়ার জন্য চাওয়া নয়-
নারীমুক্তি চাই ঘরে ঘরে
যখন নারী যেথা রয়।
কোন মন্তব্য নেই