Header Ads

মনপাখি

 

 


মনপাখি তুই উড় উড়ে যা,

পারিস যেথা যেতে

পুষব না আর আটকে তোরে

লোহার পিঞ্জিরেতে।।

 

চার দেয়ালে মাথা কুটে,

আর হবে না মরতে

স্বপ্নলোকের সুখটা এবার,

যা না তুই ধরতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.