Header Ads

ইচ্ছেগুলো

 


 

বৈশাখের এক শেষ সন্ধ্যায়

থাকবো তোমার সাথে,

ঘুরব দুজন দিনের আলোয়

হাতটা রেখে হাতে।

 

ফুলের রঙে রঙিন করে

রাখব ধরে সময়টা-

গ্রাম্য কোন বাঁশির সুরে

রাখব ভরে হৃদয়টা।

 

বৈশাখের এই স্নিগ্ধ হাওয়ায়

দুলবে যুগল তনু মন

আমার হয়ে থাকবে তুমি

তোমার আমি সারাক্ষণ।

 

ইচ্ছেগুলো মন বাগানে

ফুল হয়ে আর ফুটলো না

তোমায় পাবার ইচ্ছে ছিল

আজও তাতো মিটলো না।

 

বৈশাখ আসে বৈশাখ মাসে

বৈশাখ চলে যায়

ইচ্ছেগুলো বারমাস থাকে

হৃদয়ের আঙ্গিনায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.