তোমায় যখন মনে পড়ে
ভাল-লাগে না কিছু,
ছায়ার মত ধাওয়া করে
মরণ পিছু পিছু।
রঙগুলো বিবর্ণ হয়
থাকে না সুর-ছন্দ-
ইচ্ছেগুলো গুমরে কাঁদে
সুখ জানালা বন্ধ।
হাজার লোকের ভিড়েও আমার
তুমিই দমে দমে-
তোমায় চাওয়ার এযে সুখ
আর না যেন কমে।
তোমায় যখন মনে পড়ে
বড্ড একা লাগে-
পাখির মত উড়ে তোমায়
ছুতে সাধ জাগে।
কোন মন্তব্য নেই