Header Ads

আমিও

 

 


আমি উড়তে জানি,

আমায় একটা খোলা আকাশ দাও না,

তোমার দেয়া শৃঙ্খলভারে

বড় বেশি কষ্ট হয় এই ডানা দুটিতে!

 

বিনিদ্র রজনীর নিঃসঙ্গতায়

অক্ষির অশ্রুজলে ভিজতে ভিজতে

কাপুনি উঠে আমার সারা শরীরে

আমায় একটা সুন্দর রাত দাও না!

 

ঝিনুকের মত আমি আমার

এক জনমের যন্ত্রণা চেপে রইবো।

তুমি ফ্যাল ফ্যাল করে দেখবে,

কিন্তু কখনো বুঝবে না তোমার ঐ সুখের ক্ষিতিতে

প্রদীপের মত অঙ্গার হয়ে আলো দিয়ে যাচ্ছে

একজন অবলীলায়...

 

আমায় একটা ঝিনুক দেবে কি!

তোমার দেয়া যন্ত্রণার ভারে, থেমে যাচ্ছে।

আমার জীবনের প্রবাহধারা, তাই একটা ঝিনুক

বড় বেশি প্রয়োজন!

 

মৌনতা তুষের মত ছাই করে দিচ্ছে।

বলা শত শত মিষ্টি বাক ধ্বনি

একাকিত্ব সর্পের মত, প্রতি মুহূর্তে দংশন

করে চলেছে এই আমাকে...

 

আমি অনেক বলতে পারি,

আমায় নিঃস্বার্থ একটা বন্ধু দাও না!

শুধু আমার বন্ধু, আমার যন্ত্রণার

একমাত্র উত্তরাধিকারী...।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.