Header Ads

টুসী




ছোট্ট মেয়ে টুসী

পুষবে সাদা পুষি

মায়ের কাছ বায়না

আরতো কিছু চায় না

পুষি পেলেই খুশি।

বদ্যি হয়ে পথ্যি দেবে,

গলায় চেইন এক রত্তি দেবে

মাছ খাওয়াবে রোজ

রাখবে অনেক খোজ

চায় যে একটা পুষি

ছোট্ট মেয়ে টুসী।

ঘুম পাড়াবে কোলের পরে,

চুম দেবে যে চুপটি করে

ঠান্ডাজলে গুলে দেবে

ইস্বগুলের ভুষী

পুষি পেলেই খুশি

ছোট্ট মেয়ে টুসী।

দুধ খাওয়াবে ফিডার ভরে

কত রকম যতœ করে

পুষি যে তার লাগবে

আদর করে ডাকবে

হ্যালো ম্যাডাম জুসী

ছোট্ট মেয়ে টুসী

পুষবে সাদা পুষি।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.