Header Ads

মো:জিকরুল হক (অনিক)

 


শুভেচ্ছা বাণী


কর্ম ব্যস্ত এই যান্ত্রিক জীবনে মোবাইল ফোন,লেপটব আর ইন্টারনেটের ভয়াবহ  হ্মতিকর বিনোদন আমাদের জীবনকে কালো মেঘের মতো ঘিরে রেখেছে আর এই ভয়াবহ হ্মতি সাধনের জন্য, একটু নির্মল বিনোদন দেবার জন্য এক দল শিল্প- সাহিত্যিকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে,

তাদের মধ্যে অন্যতম একজন সাহিত্য প্রেমী  কলম সৈনিক সাহিদা রহমান মুন্নী।

 

তার শ্রম আর  নিরলস সাধনার ফল  "কবিতায় জাগরণ"- কবিতা সংকলন, যার নিয়মিত পাঠক আমি। জগৎ সেরা সব কবিদের কবিতায় সমৃদ্ধউন্নত মানের এই পএিকাটি সকল সাহিত্য প্রেমীর কাছেই অনেক প্রিয় ।এখানে নির্মল বিনোদনের  পাশা পাশি নতুন প্রজন্মকে  শিল্প-সাহিত্য চর্চার উদ্দিপনা জোগায় ! তাই এই ধরনের সংকলনের প্রতি আমার  আন্তরিক শুভেচ্ছা  শুভকামনা রইলো।

 

আমি চাই সকলের ভালোবাসা নিয়ে এটি প্রতিষ্ঠা পাক বহুযুগ।  এই মহোতি উদ্যোগ সফল সার্থক হোক।

          

মো:জিকরুল হক (অনিক)

          সরকারী কর্মজীবী!!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.