Header Ads

জয়ন্ত চট্টোপাধ্যায়

 


কবি জয়ন্ত চট্টোপাধ্যায়'র পরিচিতিঃ 

স্বনামধন্য কবি জয়ন্ত চট্টোপাধ্যায় জন্ম ১৯৫৯ সালের ৫ইজুলাই  ( ৮ই শ্রাবণ, ১৩৬৬ বঙ্গাব্দ) বাঁকুড়ার কুশমুড়ি গ্রামে। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার কুসুমকুমারী দেবী।  তিনি প্রাণীবিজ্ঞানে সাম্মানিক স্নাতক,শিক্ষাবিজ্ঞান ও বাংলায় স্নাতকোত্তর, বি.এড.। 

কবি জয়ন্ত চট্টোপাধ্যায় গোসাবার শম্ভু নগর,দমদমের কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির,নদিয়ার নগরউখড়া হাই স্কুলে শিক্ষকতা এবং জুজুড় হাই স্কুলের প্রধানশিক্ষক হিসাবে কর্মজীবন সম্পূর্ণ করেছেন।

শিক্ষকতাকে তিনি নিছক পেশা না ভেবে অনেক বেশি কিছু ভাবতে ভালোবাসেন। স্কুলজীবন থেকেই কবি লেখালিখি  শুরু করেন । অজস্র কবিতা,গল্প,প্রবন্ধ,আলেখ্য,সমালোচনামূলক লেখা,কয়েকটি নাটক এবং একটি অসম্পূর্ণ উপন্যাস। তাঁর বেশিরভাগ লেখাই দেশ-বিদেশের অজস্র নামি ও অনামি পত্রিকায় প্রকাশিত।


পুরস্কার ও সম্মাননাঃ

অনামী সংবর্ধনা  পুরস্কার(২০১০),

অণুগল্পের জন্য বর্ধমান জাগরণীর পুরস্কার(২০১১),

অণুপত্রীর পুরস্কার(২০১১),

সোপান সাহিত্য পুরস্কার(২০১৩),

স্পর্শ সম্মাননা(২০১৩),

ভোরাই সম্মাননা(২০১৮),

আলোর জোয়ার সম্মাননা  পুরস্কার(২০১৯),

বেলদা মহা সাহিত্য আড্ডা(সম্মেলন) -এর সাহিত্য রত্ন সম্মাননা -- ২০১৮,

লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য পুরস্কার -- ২০১৯,

তুলি কলমের আকাশ সম্মাননা -- ২০২০ ইত্যাদি।



প্রকাশিত গ্রন্থঃ

কাব্যগ্রন্থ - অভীষ্ট শব্দের উজানে(২০১১),

ত্রিভুজ সংক্রান্ত সমীকরণ (২০১৮এবং 

অণুগল্প সংকলন -- অণু অম্বুবান (২০১৮)। 

এছাড়া বেশ কয়েকটি যৌথ সাহিত্য সংকলনে লিখেছেন।


সম্পাদিত পত্রিকা ও ম্যাগাজিনঃ

তন্বী (১৮৭৭-৭৮),

দোলা(১৯৭৭-৭৯), 

স্বচ্ছন্দ(১৯৭৮-৮০)


প্রিয় বিষয়ঃ

 কাজ,সাহিত্য,আড্ডা এবং প্রকৃতি জীবনকে নানান দৃষ্টিভঙ্গিতে খোঁজা।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.