Header Ads

খোরশেদ আলম এর ছড়া

 



হাসতে মানা নাই


হাসতে থাকো হাসতে থাকো

হাসতে মানা নাই

হাসির দেশে সবাই রাজা

খুশির ছোঁয়া পাই।


হাসলে থাকে মনটা ভালো

খাজনা কড়ি ছাড়া

ছেলে-বুড়ো হাসছে সবাই

একটু সরে দাঁড়া।


হাসছে খোকা হাসছে খুকু

হাসে চাঁদের আলো

ফোঁকলা দাঁতে খোকন সোনা

হাসলে লাগে ভালো।


হাসতে থাকো হাসতে থাকো

পরান ভরে আজ

হাসির শেষে করতে হবে

বাকি সকল কাজ।

.............................................................................

করবো ডেঙ্গু জয়


এডিস মশা এসে যদি

কামড় দিয়ে যায়

ডেঙ্গু হলো মরণ ব্যাধি

জানতে হলে আয়।


পরিচ্ছন্ন রাখতে হবে

সকল বাড়ি ঘর

এডিস মশা ক্ষুদ্র প্রাণী

মনে ভীষণ ঢর।


মশার ভয়ে ভীতু নয়

করবো ডেঙ্গু জয়

সবাই মিলে এক হলে

এডিস পাবে ভয়।

............................................................................. 

ঋতুর চরম খরা


লাগছে গরম বেশ

পুড়ছে শহর দেশ।

শীতল হাওয়া চাই

এসির ভেতর যাই।

বাড়ছে গরম আজ

হয়না কিছুই কাজ।

সবার মলিন মুখ

গরম বাড়ায় দুখ।

ঋতুর চরম খরা-

যায়না কিছুই করা!

ঝরছে ঘামের পানি

ঋতুর খবর জানি।

.............................................................................

মশার জেল


এডিস মশা এডিস মশা

জনগণের বেহাল দশা

কামড়ালে নাই রক্ষে

লাগবে আঘাত বক্ষে!


বাড়ছে রোগী শহর-গাঁয়ে

শেকল দেবো মশার পায়ে

বাড়ছে কথার খেল

এডিস মশার জেল!


জমাট পাথি যেথায় আছে

বলতে হবে সবার কাছে

ঔষধ ছিঁটাও আজ

এই সময়ের কাজ!


ঘুমাও যদি দিবস-রাতে

মশারী নাও সবার হাতে

বাঁচতে চাইলে ভাই

বাঁচার উপায় নাই!

.............................................................................

ছায়া হাটে


আনু চলে আগে আগে

পিছে চলে ছায়া

কিছু দূর গিয়ে থামে

লাগে কিযে মায়া।


হাত নাড়ে পাও নাড়ে

নাড়ে মুখ মাথা-

আনু চলে আগে আগে

হাতে নিয়ে ছাতা।


এক পাও দুই পাও

তিন পাও চলে

আনু হাটে ছায়া হাটে

ছায়া কথা বলে।

.............................................................................

কামড় দিলে


কামড়ে দিলে এডিস মশা

ডেঙ্গু হবে জানি

যেথায় আছে ফেলতে হবে

জমে থাকা পানি।


মশারী দিয়ে ঘুমাও সবে

সুস্থ দেহ পেতে

অসুখ হলে হাসপাতালে

হবে ছুটে যেতে।


মশার কাছে আপন পর

নেই ছোট-বড়ো

মশার কাছে হার না মেনে

সুখি দেশ গড়ো।

.............................................................................

সরল মনে চুরি


সরল মনে করলে চুরি

দোষের কিছু নাই

ঘরের খবর পরে জানে

নতুন কথা ভাই।


কোনটা সরল জানে সবে

গরল মানে দুখ-

বিপদ বাঁধা আসছে ধেয়ে

ভয়ে পালায় সুখ।


সরল মনে গরল চুরি

কেউ ভেবোনা ভুল

সরল মনে করলে চুরি

দাওনা হাতে ফুল!


এমন কথা কেমন করে

বলছে কারা আজ

জাতির মুখে ভয়ের ছায়া

করো দেশের কাজ।

.............................................................................

যা খুশি করতে পারো


যা খুশি তাই করতে পারো

কেউ দিবেনা বাঁধা

সরলমনা মানুষগুলোর

মনটা বড়ো সাদা!


যা খুশি তাই করতে পারো

করবে নাকো মানা

সরল মনে অবুঝ কারা

সবার আছে জানা!


নতুন কথা নতুন নীতি

এবার হলো চালু-

যা খুশি তাই করতে পারো

থাকলে মামা খালু।


যা খুশি তাই করতে পারো

কিসের লজ্জা ভয়

ভাবতে বড় অবাক লাগে

কেমন কথা কয়!

.............................................................................

বানের জলে ভাসছে দেশ


বানের জলে ভাসছে দেশ

মাঠের সোনা ফসল শেষ।

উঠছে পানি ঘরের ছালে

মানুষ ওঠে গাছের ডালে।

আকাশ যেন মাথার ছাদ

দানব ¯স্রোতে ভাঙছে বাঁধ।

নেই কোথাও খাবার পানি

বাঁধ ভেঙেছে কারণ জানি।

দেশের হলো বিশাল ক্ষতি

বানের জলে বাড়ছে গতি।

গরু-ছাগল চলছে ভেসে

বানের পানি ঢুকছে দেশে।

ডুবেছে গ্রাম ডুবছে পাড়া

ভেঙেছে গাছ ঘরের আড়া।

বানবাসিদের খাদ্য দাও

ভাসছে মানুষ ফিরে চাও।

প্রকৃতির এই বৈরী নীতি

মনটা কাঁদে বাঁড়ছে ভীতি।

.............................................................................

খবরদারি


নিজের কাজে খবর নেই

খবরদারি পরের কাজে

এমন যারা এই সমাজে

আসল খারাপ বড্ড বাজে।


নিজের ঢোল নিজে পিটায়

পরের কাজে তুলছে নাক

ভাবছে কিযে বাঁচাল নিজে

যখন-তখন দিচ্ছে হাঁক!


তেলার মাথায় তেল দিয়ে

হাসিল করে নিজের কাজ

সবাই জানে কেমন তারা

আসলে নাই তাদের লাজ!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.