অনুভবে তুমি
বই আলোচনা অনুভবে তুমি,
সাহিদা রহমান মুন্নি
প্রকাশক : শব্দশিল্প।
প্রচ্ছদ : শামীম।
দাম : ১০০ টাকা।
কবিতাকে ঠিক নির্দিষ্ট কোন সজ্ঞায় সজ্ঞায়িত করা যায়না। আবার কবি কিংবা কবিতা তৈরির কোন কারখানা হয় না। কবি হওয়াটা সম্পূর্ণ জন্মগত এখানে কবির নিজের কোন হাত থাকে না। তবে কবি যেভাবে জীবন ও জগতকে অবলোকন, ধারণ কিংবা লালন করেন সেটিই ফুটে উঠে কবির কবিতায়। ইট-পাথরের এই কংক্রিট শহর কবিতা চাষের উপযোগী না। তবুও হাজারে সংকীর্ণতাকে উপেক্ষা করে সাহিত্যচর্চা করে যাচ্ছেন কয়েকজন জাতকবি। তাদেরি একজন কবি সাহিদা রহমান মুন্নি। সাহিত্যের প্রায় সকল শাখাতেই রয়েছে তার সরব উপস্থিতি। গীতিকার হিসাবেও খ্যাতি অর্জন করেছেন সুধী জনের কাছে। তার গীতিকবিতা বিশেষ মনোযোগ দাবী করে পাঠকের। সরলভাবে এগিয়ে চলে তার কবিতার প্রতিটি চরণ। কবিতার বিষয়বস্তুতে প্রকৃতি, প্রেম, সম্প্রীতি, সৌহার্দ্য, সুখময়তার পাশাপাশি মা, মাটি, দেশ ও মানবিকতার স্ফুটন পরিলক্ষিত হয় চমৎকারভাবে।
“অনুভবে তুমি” কবির ৬ষ্ঠ কাব্যগ্রন্থ। মোট ৪০টি কবিতা স্থান পেয়েছেন গ্রন্থটিতে।
আবেগ ছাড়া কোন মানুষ হয়না। আর সেই আবেগ থেকেই ভালোলাগা। ভালোবাসা হয়তো তা-ই। আবার অন্যভাবে ভালোবাসা মানে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর আকাক্সক্ষা নিবেদন, প্রাপ্তি-অপ্রাপ্তি, আনন্দ-বেদনা কিংবা পাওয়া-না পাওয়ার সংমিশ্রণ। “অনুভবে তুমি’র অধিকাংশ কবিতা হলো সেই ভালোবাসাকে নিয়ে। এই অর্থে গ্রন্থটিকে আমরা প্রেমের কবিতা গ্রন্থ বলতে পারি। কবি যখন বলে উঠেন,
সোনার মেয়ে সোনার বরণ/ চিরল চাঁদের হাসি
কোন সে নগর নিবাস তোমার/ একটু জানাও আসি।
নাওয়া খাওয়া সব ভুলেছি/ ঘুম হয়েছে গুম
স্বপন বেলায় দাও যে দেখা/ দাও কপালে চুম।
(কোনসে অচিনপুর)
প্রেম হচ্ছে এক ধরনের উন্মাদনা। এক ধরনের আনন্দ, এক ধরনের শুদ্ধতা। প্রেম আছে বলেই মানুষ সুন্দর। সুন্দর জগতের সবকিছু। আবার প্রেমের পূর্ণতার মাঝে থাকে, না পাওয়ার কষ্ট। কখনো কখনো দেখা যায় একদিকে থেকে প্রেম। একজনের হৃদয় রাজ্যে অন্যের বসবাস। যেমন- কবির ভাষায়-
এই আমিটার মন-মগজে/ তোমার বসোবাস
ভালো লাগার সবুজ সারে/ প্রেমের কবি চাষ।
(অনুভবে তুমি)
আবার অন্য কবিতায়-
আমায় তুমি পর করেছ/ দূর করেছ ভুলে
তবুও আমি নিত্য কাঁদি/ স্মৃতির পাতা খুলে।
(কেমন করে)
ভালোবাসা হলো প্রীতি ও মমতাময় অনুরাগ। যখন এর মাঝে স্বার্থসিদ্ধির চিন্তা আসে তখন আর একে ভালোবাসা বলা যায় না। উপরোক্ত কবিতাগুলোতে নিখাদ ভালোবাসার চিত্র ফুটে উঠেছে।
সার্বিক বিবেচনায় আমি গ্রন্থটিকে প্রেমের কবিতা গ্রন্থ বললেও কবি এখানে নানাবিধ বিষয়ের অবতারণা করেছেন, যেমন নারী অধিকার নিয়ে লিখেছেন।
নারী অধিকার নারী মুক্তি/ স্বাধীন দেশেও চাইতে হয় অধুনা যুগের এই চাওয়াটা/ আজকে জাতির লজ্জা নয়।
(নারী অধিকার)
সত্যিই তো আধুনিক যুগে এসেও যদি নারী অধিকার চাইতে হয় সেটা জাতির জন্য লজ্জাজনকই বটে।
বর্তমানে দেশে ভয়ংকর রূপ ধারণ করছে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম নামক গুপ্তহত্যা। উচিৎ কথা বলতে গিয়ে গুমের শিকার হচ্ছেন বিজ্ঞজন। এই বাস্তব সত্য কবির কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে-
গুম হয়ে যায় যখন তখন/ উচিত কথার দায়ে
লাশ হয়ে যায় জ্যান্ত মানুষ/ নৌকা শীষের গায়ে।
(গুম ! )
ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা। এ স্বাধীনতা এনে দিয়েছে আমাদের মুক্তিকামী সেনারা। কবিতায় কবি তাদের কথাও তুলে এনেছেন সুন্দরভাবে-
করল বিদায় ঝাটিয়ে দালাল/ মুক্তি সেনার দল
মায়ের আঁচল করল স্বাধীন/ মুছলো চোখের জল
(ডিসেম্বর ষোল)
পৃথিবীতে মা’কে নিয়ে রচিত হয়েছে হাজার হাজার কবিতা গান। এই গ্রন্থে কবি মাকে নিয়ে লিখেছেন একটি অসাধারণ কবিতা-
বুকের ব্যথা বাড়ছে দ্বিগুণ/ বলব কারে মা
তোমার মত আমার খবর/ কেউতো রাখে না।
(মা)
কবি সাহিদা রহমান মুন্নি’র “অনুভবে তুমি” কাব্যগ্রন্থটি অনুধাবনে ভালোবাসার নস্টালজিক চিত্রময়তা পাঠককে বিমোহিত করবে। উপমাগুলো পাঠকের বোধের জগতে আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করি। আমি “অনুভবে তুমি”র বহুল প্রচার কামনা করি।
আল জাবিরী
বইটি পড়তে এখানে ক্লিক করুনঃ
কোন মন্তব্য নেই